Last Updated: September 9, 2012 17:05

দেড় বছরে পরিবর্তনের ডাকে সাড়া দেয়নি কেউ, তাই এবার `ইনসেনটিভ`দিয়ে বিনিয়োগ টানার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্যে নতুন সরকার আসার পর দেড় বছরে কোনও বিনিয়োগ হয়নি।
শিল্পের এই মন্দা কাটিয়ে বৃহত্ পুঁজি টানতে এবার বিনিয়োগকারীদের বড় মাপের উত্সাহমূলক সুযোগ-সুবিধা বা `ইনসেনটিভ` দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পুঁজি টানার প্রশ্নে গুজরাট, মহারাষ্ট্রের মতো বড় রাজ্যগুলিকে টেক্কা দিতেই রাজ্যের এই সিদ্ধান্ত।
First Published: Sunday, September 9, 2012, 17:05