লগ্নি টানতে রাজ্যের চেষ্টা, দিল্লিতে বাণিজ্যের পসরা, পার্থ এড়ালেন সিঙ্গুর প্রসঙ্গ

লগ্নি টানতে রাজ্যের চেষ্টা, দিল্লিতে বাণিজ্যের পসরা, পার্থ এড়ালেন সিঙ্গুর প্রসঙ্গ

লগ্নি টানতে রাজ্যের চেষ্টা, দিল্লিতে বাণিজ্যের পসরা, পার্থ এড়ালেন সিঙ্গুর প্রসঙ্গ লগ্নি টানতে একাধিক পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন শিল্পপতিরাও। দিল্লিতে বাণিজ্য মেলায় এমনই দাবি করলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে, এড়িয়ে গেলেন সরকারের কাছে অস্বস্তিকর সিঙ্গুর প্রসঙ্গ।

বৃহস্পতিবার, দিল্লির প্রগতি ময়দানে বাণিজ্য মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এ দিন ছিল পশ্চিমবঙ্গ দিবস। মেলায় রাজ্য সরকারের প্যাভেলিয়ন উদ্বোধন করেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজধানীর মানুষের সঙ্গে এ রাজ্যের বিভিন্ন জিনিসের পরিচয় করিয়ে দিতে পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। বিকিকিনি ভালোই হবে, বলছেন আশাবাদী শিল্পমন্ত্রী।
 
দিল্লির বাণিজ্য মেলা বিনিয়োগকারীদেরও সদর্থক বার্তা দেবে বলে দাবি রাজ্য সরকারের। শিল্পমন্ত্রী বলেন, ম্যাটিক্স, এসার অয়েল, রিলায়েন্স সিমেন্টের মতো বিভিন্ন সংস্থা এ রাজ্যে বিনিয়োগে আগ্রহী। নৈহাটি, পলতা, হলদিয়ায় সরকার হার্ডওয়্যার পার্ক তৈরি করছে বলে জানান তিনি। বিনিয়োগ টানতে বিভিন্ন প্রকল্পে দ্রুত অনুমোদন দিতে টাস্ক ফোর্স গঠনের মতো রাজ্য সরকার নানা পদক্ষেপ করছে বলে দাবি করেন শিল্পমন্ত্রী।
 
সম্প্রতি, সুপ্রিম কোর্টে টাটারা জানিয়েছে, সিঙ্গুরের জমি ছাড়তে রাজি নয় তারা।  এর ফলে, একদিকে অনিচ্ছুক কৃষকদের জমি ফেরতের বিষয়টি যেমন অনিশ্চিত হয়ে পড়েছে, তেমনই রাজ্যে টাটাদের বিনিয়োগ নিয়ে আশাপ্রকাশ করেছে বিভিন্ন মহল। যদিও, দিল্লির শিল্পমেলায় এ বিষয়ে নীরবই রইলেন শিল্পমন্ত্রী।
 
লগ্নি টানতে শিল্পবন্ধু ভাবমূর্তি তুলে ধরতে চাইলেও সিঙ্গুর যে এখনও রাজ্য সরকারের গলার কাঁটা, শিল্পমন্ত্রীর বক্তব্যেই তা পরিষ্কার।

First Published: Friday, November 15, 2013, 10:58


comments powered by Disqus