Last Updated: December 11, 2012 20:39

বিধানসভায় নজিরবিহীন তাণ্ডবের ঘটনায় হামলার অভিযোগ আনলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিধানসভায় তাণ্ডব চালাচ্ছে সিপিআইএম। তাঁদের বিধায়কদের মারধরের পাশাপাশি অধ্যক্ষকেও শারিরীক নিগ্রহের অভিযোগ তুলেছেন পার্থ চট্টোপাধ্যায়।
মানুষের কাছে প্রত্যাখাত হয়ে এখন বিধানসভায় তাণ্ডব চালাচ্ছে সিপিআইএম। বিধানসভা কাণ্ডের পর এভাষাতেই বামেদের বিরুদ্ধে তোপ দাগলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, "মানুষের কাছে কলকে না পাওয়ায় এখন বিধানসভায় তাণ্ডব চালাচ্ছে সিপিআইএম।" বাম বিধায়কদের মারধরের অভিযোগ অস্বীকার করে শিল্পমন্ত্রীর পাল্টা অভিযোগ, আক্রান্ত হয়েছেন তাঁদের বিধায়করাই। এমনকী বিধানসভার অধ্যক্ষকেও শারিরীকভাবে নিগ্রহের অভিযোগ তুলেছেন তিনি।
বাম বিধায়করা ওয়াকআউট করার পর ঘটনায় নিন্দাপ্রস্তাব গৃহীত হয় বিধানসভায়। এরপরেই স্পিকারের ঘরে জরুরি বৈঠকে বসেন সরকারপক্ষের বিধায়করা। যদিও সেই বৈঠকে ডাকা হয়নি তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক শোভনদেব চট্টোপাধ্যায়কে। বিধানসভা কাণ্ডে শাসক-বিরোধী চাপান উতোরে সরকারপক্ষের বৈঠকে ক্ষুব্ধ মুখ্য সচেতকের অনুপস্থিতি নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করল বলে মনে করছে রাজনৈতিক মহল।
First Published: Tuesday, December 11, 2012, 20:39