Last Updated: December 14, 2013 19:10
মুখ্যমন্ত্রী নভেম্বর মাসে নবান্নে বসে বেঁধে দিয়েছিলেন আলুর দাম। সেই সিদ্ধান্তের মাশুল আজও গুনে চলেছেন ক্রেতারা। স্বাভাবিক নিয়মে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে যে আলুর দাম হওয়া উচিত ছিল বড়জোর ১০ টাকা, তাইই এখন বাজারে বিকোচ্ছে ১৬ থেকে ১৮ টাকায়। সরকারি জ্যোতি আলু পাতে দেওয়া যাচ্ছে না। উধাও হয়ে গেছে চন্দ্রমুখি। সিদ্ধান্তের এই ব্যুমেরাং-এ আতান্তরে ক্রেতারা।
শীতের সবজির দাম আপাতত নিয়ন্ত্রণে। কিন্তু মুখ্যমন্ত্রী সেই যে আলুর দাম বেঁধেছিলেন, তারপর থেকেই আর দাম কমার নাম নেই। বাজারে গিয়ে আমজনতার অভিজ্ঞতা এটাই। সাধারণ জ্যোতি আলু শহরের বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে ১৬ থেকে ১৮ টাকায়। সরকারি জ্যোতি আলুর যোগান কমতে কমতে তলানিতে এসে ঠেকেছে। তার দাম ১৩ টাকা থাকলেও এক কিলো আলুর বেশিরভাগই পচা। যা কিনতে চাইছেননা ক্রেতারা।
বিরল হয়ে উঠেছে চন্দ্রমুখি আলু। যার এই মুহুর্তের বাজারদর ২০ থেকে ২২ টাকা। ক্রেতারাও ধোঁয়াশায়। অন্য সবজির দাম কমছে। আলুর দাম কমছে না। কারণ টা বুঝতে পারছেন না তারাও।
First Published: Saturday, December 14, 2013, 19:10