স্কুল সার্ভিস কমিশনের ফলাফল প্রকাশিত

স্কুল সার্ভিস কমিশনের ফলাফল প্রকাশিত

স্কুল সার্ভিস কমিশনের ফলাফল প্রকাশিতঅবশেষে এক বছর পর প্রকাশ পেল স্কুল সার্ভিস কমিশনের ফলাফল। আজ সন্ধ্যা ৭টা থেকে http://www.westbengalssc.com/wbssc/home/ এই ওয়েবসাইটে জানা যাবে স্কুল সার্ভিসের ফল। এসএমএস-এও জানা যাবে ফলাফল wbssc<space>Roll number। পাঠাতে হবে ৫৪২৪২ নম্বরে।

সন্ধ্যা ৭টা থেকে নীচের লিঙ্কে ক্লিক করে জানুন ফলাফল
স্কুল সার্ভিসের ফল

টেট পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৩৩ হাজার ৬৩৮ জন। বিকেল ৩টেয় আনুষ্ঠানিক ফলপ্রকাশ পেল।

এস এস সি নিয়ে শিক্ষামন্ত্রীর প্রতিক্রিয়া-
তিনি বলেন, "অভাব রয়েছে যোগ্য প্রার্থীর। তাই পূরণ করা গেল না সব খালি পদ।"

 (বিস্তারিত খবর কিছু পরে)






First Published: Tuesday, August 6, 2013, 16:28


comments powered by Disqus