চিটফান্ডে রাশ টানতে আজ নতুন বিল আনছে রাজ্য

সারদা ধাক্কায় বিধানসভায় পেশ নতুন বিল, আপত্তি বামেদের

সারদা ধাক্কায় বিধানসভায় পেশ নতুন বিল, আপত্তি বামেদের
চিটফান্ড নিয়ে নতুন বিলে চিটফান্ডের দৌরাত্ম্য রুখতে নতুন বিল আনল সরকার। বিলপাসের আগে ভোটাভুটিতে বামেরা অংশ নিলেও ভোটদানে বিরত থেকেছে কংগ্রেস। বিল নিয়ে মুখ্যমন্ত্রীর ভাষণের সময় কয়েকটি বিষয়ে তাঁর উত্তরে সন্তুষ্ট হতে পারেননি বামেরা। সেই কারনে ওয়াক আউটও করে বামেরা। বিল পাসের পর বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন বিলের বিরোধীতা করতে চান নি তাঁরা। তারা চেয়েছিলেন সংশোধনী আনতে।

তবে যে প্রক্রিয়ায় বামেদের বিল প্রত্যাহার করা হয়েছে তাকে সংবিধান বহির্ভূত বলে দাবি করেছে বামেরা। সংশোধনী প্রস্তাব গৃহীত না হওয়ায় বিধানসভা থেকে ওয়াকআউট করে কংগ্রেসও। কংগ্রেস নেতা মানস ভুঁইঞার দাবি, সংশোধনী গৃহীত হলে চিটফান্ড কাণ্ডে প্রতারিতদের আরও দ্রুত বিচার করা সম্ভব হত। বিলের কিছু বিধিনিয়মের বাস্তবতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

সরকারের নয়া বিলের সঙ্গে বামেদের বিলের মধ্যে খুব সামান্যই ফারাক রয়েছে। এমনটাই দাবি বিরোধীদের।তাই নতুন বিলের যৌক্তিকতার প্রশ্নেই সরব হয়েছে বামেরা।






First Published: Tuesday, April 30, 2013, 22:30


comments powered by Disqus