রাতে গ্রামে ঢুকে বাইকবাহিনীর হামলা

রাতে গ্রামে ঢুকে বাইকবাহিনীর হামলা

রাতে গ্রামে ঢুকে বাইকবাহিনীর হামলা পশ্চিম মেদিনীপুরে ফের আক্রান্ত সিপিআইএম কর্মী সমর্থকরা। অভিযোগ, গতকাল রাতে ৫০ থেকে ৬০ জনের বাইকবাহিনী এসে হামলা চালায়। ভাঙচুর করা হয় তাঁদের বাড়ি। হামলায় আহত হয়েছেন ৩ জন মহিলা সহ মোট ৭ জন সিপিআইএম কর্মী। আহতদের দাঁতন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনায় অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।  

First Published: Sunday, June 23, 2013, 17:51


comments powered by Disqus