Last Updated: February 14, 2014 15:33

ফের পুলিসের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। আর সেই অভিযোগ আনলেন এক প্রাক্তন পুলিসকর্মী। তাঁর অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে মেয়েকে। অথচ সেই অভিযোগ নিচ্ছে না পুলিস। ঘটনা নদিয়ার রানাঘাটের পায়রাডাঙা এলাকার।
সরস্বতী পুজোর দিন ঠাকুর দেখার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান রানাঘাটের পায়রাডাঙার প্রীতিনগর এলাকার বাসিন্দা এক কিশোরী। মেয়ে বাড়ি না ফেরায় রানাঘাট থানায় নিখোঁজ ডায়েরি করেন বাড়ির লোক। সাতই ফেব্রুয়ারি বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে একটি জঙ্গলের ভিতরে উদ্ধার হয় কিশোরীর বিবস্ত্র মৃতদেহ। পরিবারের অভিযোগ, পোশাক এবং শরীরে আঘাতের চিহ্ণ থেকেই স্পষ্ট তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। কিন্তু পুলিস ধর্ষণের অভিযোগ নিচ্ছে না।
ওই কিশোরীর বাবা প্রাক্তন পুলিস কর্মী। নিজের কর্মজীবনেও এধরনের অনেক ঘটনার তদন্ত করেছেন। কিন্তু নিজের মেয়ের মৃত্যুর ঘটনায় পুলিসি অসহযোগিতা অবাক করেছে তাঁকেও। স্থানীয় তিন যুবক অমিত বিশ্বাস, ভোলা এবং মিন্টাই মেয়েকে ধর্ষণ করে খুন করেছে বলে অভিযোগ কিশোরীর পরিবারের।
First Published: Friday, February 14, 2014, 15:33