Last Updated: March 16, 2012 17:21

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দাবি মেনে নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। রাজ্যের পিছিয়ে পড়া এলাকার উন্নয়ন খাতে বরাদ্দ বাড়ানো হল এবারের বাজেটে। সেইসঙ্গে যে জেলা থেকে জিতে তিনি লোকসভায় গিয়েছেন, সেই মুর্শিদাবাদের জন্যও বাজেটে প্রকল্প রেখেছেন অর্থমন্ত্রী।
মুর্শিদাবাদের কান্দিতে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ৪৩৯ কোটি টাকা। কলকাতায় পরিস্রুত পানীয় জলের জন্য বিশেষ প্রকল্পেরও প্রস্তাব রয়েছে বাজেটে। প্রতি বছরই ময়ূরাক্ষী এবং মশানজোর বাঁধের ছাড়া জলে বানভাসি হয় মুর্শিদাবাদের কান্দি। কান্দির ৪টি ব্লকের পাশাপাশি জলের তলায় চলে যায় নবগ্রামও। শুক্রবার বাজেটে এই সমস্যা মোকাবিলাতেই বিশেষ প্রকল্পের প্রস্তাব রাখলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিতে কিছুটা হলেও গুরুত্ব দিয়ে বিহার এবং ওড়িশার পাশাপাশি পশ্চিমবঙ্গের অনগ্রসর এলাকা উন্নয়নে বিশেষ অর্থ বরাদ্দ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই খাতে ১২,০৪০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রেখেছেন তিনি।
একই সঙ্গে, রাজ্যের আর্সেনিক দূষণ মোকাবিলার লক্ষ্যেও বিশেষ প্রকল্পের প্রস্তাব রেখেছেন প্রণব মুখোপাধ্যায়। রাজ্যের বাম নেতাদের তরফে অভিযোগ করা হয়েছে, এবারের বাজেটে রাজ্যের জন্য কার্যত কিছুই রাখা হয়নি।
First Published: Friday, March 23, 2012, 16:01