বিচ্ছেদের পর সুজানের নতুন ট্যাটু

বিচ্ছেদের পর সুজানের নতুন ট্যাটু

বিচ্ছেদের পর সুজানের নতুন ট্যাটুহৃতিকের সঙ্গে দীর্ঘ ১৭ বছরের সম্পর্ক চুকিয়ে দিয়েছেন আগের বছরই। তারপর থেকেই হৃতিক কিছুটা অবসাদেই রয়েছেন। তবে সুজানে মনে হয় অনেকটাই কাটিয়ে উঠেছেন বিচ্ছেদ যন্ত্রনা।

বিচ্ছেদের পর থেকে হৃতিক ব্যক্তিগত জীবনে পর্দা টেনে রাখলেও সুজানে বন্ধুদের সঙ্গে সময় কাটিয়েই বিচ্ছেদ যন্ত্রনা ভুলতে চাইছেন। সম্প্রতি তাঁকে দেখা গেল বান্দ্রায় বন্ধুদের সঙ্গে পার্টি করতে। হাতে নতুন ট্যাটুও করেছেন, `ফলো ইওর।`

সুজানে কাকা ফলো করছেন তা এখনও বোঝা না গেলেও অন্তত নিজের হৃদয়কে যে তিনি ফলো করছেন তা বোঝাই যাচ্ছে। গত বছর শেষের দিকে সংবাদ মাধ্যমে নিজেদের বিচ্ছেদের খবর ঘোষনা করেছিলেন সুজানে-হৃতিক। তারপর থেকেই ভেঙে পড়েছেন হৃতিক।

First Published: Friday, March 7, 2014, 19:44


comments powered by Disqus