Last Updated: April 17, 2013 10:45

আইপিএল সিক্স-এর শুরুটা ভাল হল না নাইট রাইডার্সের। ঘরের মাঠে নাইটরা কিছুটা ভাল খেললেও বাইরের মাঠে গৌতম গম্ভীরের দলের অবস্থা শূন্য শূন্য শুধু রাশি রাশি।
দলটা বড় বেশি নারিন, গম্ভীর আর মরগ্যান কেন্দ্রিক হয়ে পড়েছে। দল গঠনেও বিস্তর সমস্যা। ঘরোয়া ক্রিকেটাররা একদম ক্লিক করছে না। তাহলে নাইটদের এখন কিন্তু কী করা উচিত! জানান আপনি। এই কলমে নিজেকে নাইট রাইডার্সের কোচ ভেবে নিজের মন্তব্য লিখুন।
নীচে লিখুন আপনার মন্তব্য
First Published: Wednesday, April 17, 2013, 10:46