Last Updated: May 6, 2014 21:27

মাদ্রিদের সেরা নাগরিক পুরস্কারের এক অনুষ্ঠানে এসে একেবারে অবাক বনে গেলেন রাফায়েল নাদাল। রাফা দেখলেন সামনে আয়না নেই, কিন্তু এ কী! এতো তিনি নিজেই। দর্শকরা ভাবলেন, এ কী নাদালের আবার যমজ ভাই কোথা থেকে এল। এরপরই একেবারে নাদালের মত দেখতে রামিরও জিজ্ঞাসা করলেন, বলুন তো আমি না ও কে হল টেনিস কিংবদন্তি রাফা! দর্শকরা ঠিক ৫০-৫০ রায় দিলেন। ৫০ শতাংশ মানুষ রামিওর দিকে আঙুল তুলে বলেন, ইনি হলেন আসল রাফা। (ছবি দেখে বলুন আসল নাদাল কে,আপনার উত্তর লিখুন নিচের কমেন্ট সেকশনে)
টেনিস রাজপুত্র সব দেখে প্রচন্ড হাসলেন। বললেন, আমিও কনফিউজড হয়ে পড়েছি আসলে নাদালটা কে!
নাদালের মত হুবহু দেখতে সেই মানুষটির নাম জোসে ম্যানুয়েল রামিরিও। পেশায় বাস চালক। রামিওরিও বললেন, "অনেকেই আমায় দেখে নাদাল বলে ভুল করে।" এর আগে এক গাড়ির বিজ্ঞাপনে নাদালের `বডি ডাবল` হিসাবে কাজ করেছেন এই রামিরিও।
First Published: Tuesday, May 6, 2014, 21:30