সচিনের অবসরে মন খারাপ লতার, মাস্টার ব্লাস্টারকে উপহার নিজের হাতে লেখা গান

সচিনের অবসরে মন খারাপ লতার, মাস্টার ব্লাস্টারকে উপহার নিজের হাতে লেখা গান

সচিনের অবসরে মন খারাপ লতার, মাস্টার ব্লাস্টারকে উপহার নিজের হাতে লেখা গানএক ফ্রেমে দুই ভারতরত্ন। মুম্বইয়ে রাজ থ্যাকারের বাড়িতে বিরল এই দৃশ্যের সাক্ষী থাকল আপামর ভারতবাসী। ছোট বেলা থেকেই লতা মঙ্গেশকরের অন্ধ ভক্ত সচিন তেন্ডুলকর। দেশে-বিদেশে সবসময়ই তাঁর সঙ্গী থেকেই লতাজির গান। তাই নিজের বাড়ির মিউজিক রুমের জন্য লতা মঙ্গেশকরের ব্যবহার কোনও জিনিস চেয়েছিলেন মাস্টার ব্লাস্টার।

সচিনের ইচ্ছা মেনে নিজের হাতের লেখা দুটো গান মাস্টারের হাতে তুলে দেন লতা মঙ্গেশকর। সচিনের অবসরে আর পাঁচজন ভারতীয়র মত তাঁরও যে মন খারাপ তা জানাতে ভোলেননি কিংবদন্তি এই সংগীত শিল্পী।

লতা মঙ্গেশকরকে ধন্যবাদকে জানিয়ে নিজের জাতীয় দলের জার্সি তাঁর হাতে তুলে দেন সচিন। লিখে দেন তাঁর অনুপ্রেরণাকে শ্রদ্ধাসহ উপহার। সচিনের অবসরে মন খারাপ লতার, মাস্টার ব্লাস্টারকে উপহার নিজের হাতে লেখা গান সচিনের অবসরে মন খারাপ লতার, মাস্টার ব্লাস্টারকে উপহার নিজের হাতে লেখা গান সচিনের অবসরে মন খারাপ লতার, মাস্টার ব্লাস্টারকে উপহার নিজের হাতে লেখা গান

First Published: Sunday, March 9, 2014, 21:16


comments powered by Disqus