Last Updated: December 23, 2013 13:39

দেবযানী খোবরাগাড়ের বিরুদ্ধে ভুয়ো ভিসার অভিযোগে ওঠা সমস্ত মামলা প্রত্যাহারের আবেদন করল আমেরিকার বসবাস ভারতীয়দের একটি দল। ওবামা প্রশাসনকে অনলাইন একটি পেটিশনের মাধ্যমে এই আবেদন করলেন তাঁরা।
ভারতের ডেপুটি কন্সুল জেনেরালকে নিউইয়র্কে গ্রেফতার করার পর যেভাবে তাঁর সঙ্গে ব্যবহার করা হয়েছে এই পিটিশনে তার তীব্র বিরোধিতা করেছেন ভারতীয়-আমেরিকানরা।
পিটিশনটিতে জানানো হয়েছে ``দেবযানী আমেরিকাতে বসবাসকারী ভারতীয়দের অন্যতম প্রতিনিধি। তাঁকে যেভাবে মেয়ের স্কুলের সামনে থেকে হ্যান্ডকাপ পরিয়ে গ্রেফতার করা হয়েছে, যে ভাবে নগ্ন করে তল্লাসি চালানো হয়েছে, মাদকাসক্তদের সঙ্গে একই জেল কুঠুরিতে রাখা হয়েছে, সবমিলিয়ে তাঁকে যে অবমানাকর পরিস্থিতির মুখে পরতে হয়েছে তা আদতে আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের আবেগে আঘাত হেনেছে। এই ঘটনা আমেরিকার সঙ্গে ভারতীয়দের সম্পর্কে ফাটল ধরিয়েছে। দেবযানী খোবরাগড়েকে প্রকাশ্যে নাকাল হতে হয়েছে, মানসিক আঘাত সহ্য করতে হয়েছে। মার্কিন প্রশাসনের উচিৎ তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত ফৌজদারি মামলা প্রত্যাহার করে নেওয়া।``
First Published: Monday, December 23, 2013, 13:39