Last Updated: January 15, 2012 23:05

সিরিজ জয়ের পর এবার অস্ট্রেলিয়ার লক্ষ্য ভারতকে হোয়াইট ওয়াশ করা। পারথে দাঁড়িয়ে এমনই জানিয়ে দিলেন অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক।
পারথে জয়ের জন্য ওপেনার ডেভিড ওয়ার্নারকে বিশেষ কৃতিত্ব দেন তিনি। তাঁর মতে হোবার্টের উইকেটে ব্যাট করাটা খুবই কঠিন কাজ। কিন্তু যেভাবে এই পিচে শুরুটা করেন ওয়ার্নার ও কোয়ান তা প্রশংসার যোগ্য। এর পাশাপাশি বোলারদের পারফরম্যান্সেরও তারিফ করেন ক্লার্ক। অসি অধিনায়ক মনে করেন পুরনো নির্বাচকমন্ডলী অত্যন্ত ভাল কাজ করেছেন। নতুন কোচ এবং নির্বাচকরাও এই দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সাহস দেখিয়েছেন বলেই মনে করেন তিনি।
First Published: Tuesday, January 17, 2012, 15:57