Last Updated: June 6, 2013 15:37

শুরু হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি। এই কটা দিন ক্রিকেট বিশ্ব মাতবে ধুন্ধুমার বাইশ গজের লড়াই নিয়ে। সেই লড়াইয়ে গা ভাসাতে ভাসতে যোগ দিন এই বিভাগে--
বলুন তো আমি কে-- থাকবে চারটি ক্লু। নীচে লিখুন আপনার উত্তর।
১) ওয়ানডে ক্রিকেটে অভিষেক ম্যাচে আমি ৯৯ রানে আউট হই।
২) আমার জন্ম আয়ারল্যান্ডে, খেলি ইংল্যান্ডের হয়ে।
৩) ওয়ানডে অভিযেক হওয়ার পাঁচ বছর পর টেস্ট খেলার সুযোগ পাই।
৪) আমি কলকাতা নাইট রাইর্ডাসের হয়ে খেলেছি।
First Published: Thursday, June 6, 2013, 15:37