বলুন তো আমি কে- পর্ব দুই

বলুন তো আমি কে- পর্ব দুই

Tag:  who am i
বলুন তো আমি কে- পর্ব দুইশুরু হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি। এই কটা দিন ক্রিকেট বিশ্ব মাতবে ধুন্ধুমার বাইশ গজের লড়াই নিয়ে। সেই লড়াইয়ে গা ভাসাতে ভাসতে যোগ দিন এই বিভাগে--
বলুন তো আমি কে-- থাকবে চারটি ক্লু। নীচে লিখুন আপনার উত্তর।

১) আমার প্রথম টেস্ট উইকেট বাংলাদেশের শাকিব আল হাসান।

২) বিশ্বকাপে আমি হ্যাটট্রিক করেছি।

৩) আমার মত জোরে বল গত তিন বছরে আমার দেশের আর কেউ করেনি

৪) আইপিএলে আমি ডেকান চার্জার্স দলে ছিলাম।

First Published: Saturday, June 8, 2013, 19:39


comments powered by Disqus