বিরোধী কে- শুনানিতে সূর্যকে ডাকলেন অধ্যক্ষ বিমান

বিরোধী কে- শুনানিতে সূর্যকে ডাকলেন অধ্যক্ষ বিমান

বিরোধী কে- শুনানিতে সূর্যকে ডাকলেন অধ্যক্ষ বিমানরাজ্যের বিরোধী দলনেতার পদ নিয়ে শুনানির জন্য সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্রকে ডেকে পাঠালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ডেকে পাঠানো হয়েছে বিধানসভায় কংগ্রেসের পরিষদীয় দলনেতা মহম্মদ সোহরাবকেও। দিনকয়েক আগে বিরোধী দলনেতার পদ দাবি করে অধ্যক্ষকে চিঠি দেন কংগ্রেসের পরিষদীয় দলনেতা সোহরাব।

তাঁর দাবি, এই মুহূর্তে সংখ্যার বিচারে বিধানসভায় কংগ্রেস দ্বিতীয় বৃহত্তম দল। তাঁদের আসন সংখ্যা ৪১। বামেদের মোট আসন ৪১ হলেও, সিপিআইএমের আসন ৩৯।

সেজন্য তাঁরই বিরোধী দলনেতার পদ পাওয়া উচিত। দু তরফে বক্তব্য শোনার জন্য আগামিকাল বিধানসভায় দুজনকেই ডেকে পাঠিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিকেল তিনটে শুনানি শুরু হওয়ার কথা।

First Published: Thursday, August 22, 2013, 21:37


comments powered by Disqus