Last Updated: July 10, 2013 11:38

সিঙ্গুর মামলায় জমি সংক্রান্ত বিষয়ে টাটা মোটর্সকে প্রশ্ন করল সুপ্রিম কোর্ট। আজ সর্বোচ্চ আদালতে টাটা মোটর্সের আইনজীবীকে প্রশ্ন করা হয়। শীর্ষ আদালতের বক্তব্য, টাটা মোটর্স সিঙ্গুরের জমি ছেড়ে চলে গিয়েছে। গুজরাটে তাদের নতুন কারখানাও হয়েছে। তাহলে এখন সিঙ্গুরের জমির কী প্রয়োজন রয়েছে? টাটা মোটর্সের আইনজীবীর কাছে আজ এপ্রশ্নই রেখেছে আদালত। ১৩ অগাস্ট এই মামলার পরবর্তী শুনানি হবে।
First Published: Wednesday, July 10, 2013, 12:29