খাঁচা ছেড়ে রাজপথে, Wild animals on road

খাঁচা ছেড়ে রাজপথে

Tag:  Tiger wolf lion Ohio Zoo USA
খাঁচা ছেড়ে রাজপথেরাস্তায় ঘুরে বেড়াচ্ছে বাঘ-সিংহ, নেকড়ের দল। যেকোনও সময় ঝোপের আড়াল থেকে বেড়িয়ে ঝাঁপিয়ে পড়তে পারে ঘাড়ের ওপর। না, কোনও সিনেমা নয়। মার্কিন
যুক্তরাষ্ট্রের ওহায়োতে সেটাই এখন বাস্তব। জানেসভিলের নিজের একটি চিড়িয়াখানা তৈরি করেছিলেন টেরি থমসন। হঠাতই মারা যান তিনি। আর তারপরই পথে বেড়িয়ে
পড়েছে তাঁর সংগ্রহে থাকা বাঘ-সিংহ, কালো ভল্লুকের মতোবিরল প্রজাতির জীবজন্তু। স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে। স্থানীয় বাসিন্দাদের ঘর থেকে বেরোতে
নিষেধ করেছে পুলিস। ইতিমধ্যেই, আতঙ্কে প্রায় পঁচিশটি বন্যপ্রাণীকে গুলি করে মেরেও ফেলেছেন স্থানীয় বাসিন্দারা।

First Published: Wednesday, October 19, 2011, 18:30


comments powered by Disqus