Last Updated: April 16, 2013 13:36

বোস্টনে জোড়া বিস্ফোরণের কড়া প্রতিক্রিয়া জানালেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি জানান প্রশাসন দোষীকে খুঁজে বের করবেই। তবে বিস্ফোরণের কারণ নিয়ে এখনই কোনও সিদ্ধান্তে উপনীত না হতে আহ্বান জানান তিনি।
বিস্ফোরণের তিন ঘণ্টার মধ্যে হোয়াইট হাউস থেকে সংবাদমাধ্যমকে তাঁর প্রতিক্রিয়ায় ওবামা জানান, "কে বা কারা কেন এই বিস্ফোরণ ঘটয়েছে তা আমরা খুঁজে বার করব। যে ব্যক্তি বা গোষ্ঠী এই আক্রমণের পিছনে আছে তাদের যথাযত বিচার হবে।"
একই সঙ্গে তিনি এও জানান যে এই ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখনও জানা যায়নি। সেই কারণে দেশবাসীকে কোনু সিদ্ধান্তে উপনীত না হতে বলেন তিনি। তবে দ্ব্যর্থহীন ভাষায় তিনি জানিয়ে দেন এই ঘটনার মূলে পৌঁছবে তাঁর প্রশাসন।
First Published: Tuesday, April 16, 2013, 13:36