Last Updated: March 17, 2014 13:22

রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ একটা মোড়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় রাহুল গান্ধী এবার ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন। রাজীব-সোনিয়া তনয় বললেন, মনের মত মেয়ে পেলেই বিয়ে করে নেব। এর আগে যতবার বিয়ের প্রসঙ্গ এসেছে ততবারই মিষ্টি হেসে প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। কিন্তু এবার একেবারে সোজাসাপটা বিয়ের পিঁড়িতে বসার ইচ্ছাপ্রকাশ করলেন।
বিয়ের কথা ছাড়াও রাহুল বললেন তাঁদের শখের কথা। কংগ্রেস সহসভাপতি বললেন, সিনেমা দেখার চেয়ে বই পড়তেই তিনি বেশী পছন্দ করেন। আফগানিস্তান, পাকিস্তান এবং চিন নিয়ে তিনি পড়তে বেশী পছন্দ করেন৷ বলিউডের চেয়ে হলিউডের সিনেমা বেশী দেখেন। তবে রাহুল এড়িয়ে গেলেন কোন নায়িকা তাঁর বেশী পছন্দের। বললেন, বিশেষ কোনও নায়ক- নায়িকা নন তাঁর পছন্দ হল সিনেমায় ভাল কাজ দেখা।
এদিকে, কংগ্রেসকে খাটো করে দেখা ঠিক নয়। ২০০৯র থেকে বেশি আসন পাবে কংগ্রেস। দাবি করেন রাহুল । সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাতকারে তাঁর দাবি, কেন্দ্রে সরকার গড়বে ইউপিএ থ্রি। কংগ্রেস কতগুলি আসন পেতে পারে এনিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি কংগ্রেস সহ সভাপতি। তাঁর বক্তব্য, সমমনোভাবাপন্ন দলগুলির সঙ্গে কাজ করবে কংগ্রেস। নাম না করে বিজেপির আক্রমণ করেছেন রাহুল। তাঁর কটাক্ষ, ক্ষুদ্র রাজনীতির স্বার্থে যে সব দল সাম্প্রদায়িক রাজনীতি করে তার বিরুদ্ধে লড়াই করে যাবে কংগ্রেস।
First Published: Monday, March 17, 2014, 13:22