Last Updated: January 12, 2013 17:10

পাকিস্তানের তরফে অস্ত্রবিরতির চুক্তিভঙ্গ লাগাতার চলতে থাকলে ভারত কড়া পদক্ষেপ নেবে বলে জানিয়ে দিলেন বায়ু সেনার প্রধান মারশাল এনএকে ব্রাউন। পাকসেনার শান্তি চুক্তি ভঙ্গ নিয়ে গভীর উদ্বেগপ্রকাশ করেছেন বায়ুসেনার প্রধান।
দু`দিন আগে ভারত-পাক সীমান্তে মেন্ধর সেক্টরে ঢুকে পড়ে পাক সেনা। দুই ভারতীয় জওয়ানকে নৃশংসভাবে হত্যা করে তাঁরা। ফলে লঙ্ঘিত হয় অস্ত্রবিরতির চুক্তি। এই ঘটনার পর এশিয়া মহাদেশের চিরবিবাদমান দুই প্রতিবেশী দেশের মধ্যে উষ্ণার পারচ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
মারশাল এনএকে ব্রাউন শনিবার বলেন, "দুটি দেশের সীমানা নির্দিষ্ট রয়েছে, শান্তি চুক্তি বহাল রয়েছে।" এই চুক্তি মেনে চলার বেশকিছু নিয়ম ও প্রক্রিয়া রয়েছে। যা লঙ্ঘন করা যায় না বলে মন্তব্য করেছেন বায়ুসেনা প্রধান। তিনি আরও বলেন, "এই প্রক্তিয়া লঙ্ঘন করা কখনই মেনে নেওয়া হয়নি।" গত কয়েক মাস ধরে চলতে থাকা শান্তি চুক্তি লঙ্ঘনের বিষয়টিকে যে বায়ুসেনা ভাল চোখে দেখছে না তাও স্পষ্ট করে দিয়েছেন মারশাল।
শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি জানিয়েছিলেন, ইতিমধ্যেই এলওসিতে সেনা মোতায়েন শুরু হয়েছে।
First Published: Saturday, January 12, 2013, 17:10