অঘটনের উইম্বলডনে এবার বিদায় সেরেনার

অঘটনের উইম্বলডনে এবার বিদায় সেরেনার

অঘটনের উইম্বলডনে এবার বিদায় সেরেনাররাফায়েল নাদাল, মারিয়া শারাপোভা, রজার ফেডেরারের পর এবার সেরেনা উইলিয়ামস। উইম্বলডন থেকে বিদায় নিলেন আরও এক মহাতারকা। প্রতিযোগিতার দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনেই সেরেনার হার এবারের উইম্বলডনের মূল আকর্ষণ কেড়ে নিল। সোমবার অল ইংল্যান্ড কোর্টে  তৃতীয় রাউন্ডের ম্যাচে সেরেনা উইলিয়ামসকে হারালেন সাবিনা লিসিকি।

গতবারের চ্যাম্পিয়ন সেরেনা এদিন হারলেন ২-৬, ৬-১, ৪-৬। সেরেনার বিদায় আরও একবার টেনিসে মার্কিনিদের দূরাবস্থাকে চোখে আঙুল দিয়ে প্রমাণ করল। ছেলেদের সিঙ্গলসে আগেই সব মার্কিন পুরুষরা বিদায় নিয়েছেন, এবার মহিলাদের সিঙ্গলসে একমাত্র মার্কিন প্রতিনিধি হিসাবে টিকে থাকলেন সোলানি স্টেফিন্স। 

পাঁচবারের উইম্বডলন চ্যাম্পিয়নকে আজ প্রথম সেটে দাঁড়াতেই দেননি জার্মান সুন্দরী সাবিনা। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান সেরেনা। তৃতীয় সেটে একগাদা ভুল করে উইম্বলডনে তারকা বাতি নেভালেন সেরেনা নিজেই।

জামার্নির ২৩ বছরের সুন্দরী সাবিনা অবশ্য সেরেনার কাছে বড় গাঁট। এই নিয়ে পরপর তিনবার সাবিনার কাছে হারলেন সেরেনা।






First Published: Monday, July 1, 2013, 20:54


comments powered by Disqus