Last Updated: July 7, 2012 23:41

আরও একটি পালক জমা হল সেরেনা উইলিয়ামসের মুকুটে। গতবছর খেতাবের খরা কাটিয়ে পঞ্চম বার উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন এই মার্কিন টেনিস তারকা। তৃতীয় বাছাই পোল্যান্ডের রাডওয়ানস্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন সেরেনা। প্রথম সেট ছয়-এক গেমে জিততে মাত্র আধ ঘন্টার একটু বেশি সময় নেন ষষ্ঠ বাছাই সেরেনা। তারপর কিছুক্ষণ বৃষ্টির জন্য খেলা বন্ধ থাকে।
তবে দ্বিতীয় সেটে দুরন্ত কামব্যাক করে সাত-পাঁচ গেমে সেট জিতে নেন রাডওয়ানস্কা। তৃতীয় সেটেও লড়াইয়ের মুখে পড়তে হয়ে সেরেনাকে, কিন্তু তাঁর পাওয়ার গেমের সামনে দাঁড়াতে পারেননি রাডওয়ানস্কা। শেষ পর্যন্ত তৃতীয় সেট ছয়-দুই গেমে জিতে নেন সেরেনা। এপর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেন পাঁচ বার, ফরাসি ওপেন একবার এবং ইউএস ওপেন তিন বার জিতেছেন সেরেনা।
First Published: Saturday, July 7, 2012, 23:41