Last Updated: March 24, 2014 12:33

কম্পিউটার জগতে সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইনডোজ এক্সপি ৮ এপ্রিল থেকে সবরকমের সফ্টওয়্যারের সহযোগিতা বন্ধ করে দেওয়া হচ্ছে। আর তাতেই বিকল হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে অধিকাংশ এটিএম পরিসেবা।
আইবিএমের তথ্য অনুযায়ী, ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রায় ১ লক্ষ ৪০ হাজার এটিএম রয়েছে। তাঁর মধ্যে ১৬ শতাংশ এখনও `আপগ্রেড` করা দরকার। বিভিন্ন বেসরকারি, সরকারি বড় অফিসে ৪০ লক্ষ কম্পিউটারের মধ্যে ৮৪ শতাংশ উইনডোজ এক্সপি অপারেটিং সিস্টেমে পরিচালিত হয়। এখন প্রশ্ন তথ্যপ্রযুক্তিতে পিছিয়ে থাকা ভারতবর্ষ এত কম সময়ের মধ্যে কিভাবে সব সফ্টওয়্যার আপগ্রেড করবে! ব্যাঙ্কিং ও কিছু সরকারি প্রতিষ্ঠানে এখনও সিস্টেম পুরানো শিরদাঁড়ায় দাঁড়িয়ে। এই ভোটের বাজারে তথ্যপ্রযুক্তিতে বা ব্যাঙ্কিং সেক্টরে প্রতিকূল প্রভাব পড়তে পারে এমনই সন্দেহ প্রকাশ করছে বিশেষজ্ঞমহল।
ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েসন (IBA) -র প্রধান কার্যনির্বাহী এমভি টাঙ্কসেল জানিয়েছেন, যেসব পুরানো মেশিন এখনও পর্যন্ত আছে তার সমস্যা তো হবেই। তবে উইনডোজ মেশিনের ব্যবহৃত এটিএমের পরিসংখ্যান তাঁর হাতে নেই।
রিজার্ভ ব্যাঙ্ক গত সপ্তাহে নোটিস দিয়ে সতর্ক করেছে বিভিন্ন ব্যাঙ্ককে ৮ এপ্রিলের মধ্যে এটিএম ও ব্যাঙ্কিং কার্যে ব্যবহৃত সব কম্পিউটারকে নতুন প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। আরও জানানো হয়েছে, আপগ্রেড করার সময় অনেকরকম সমস্যার সৃষ্টি হতে পারে। তাই উইনডোজের সার্পোটিং অনুপস্থিতে এই কাজ করা অসম্ভব হবে।
উইনডোজ এক্সপি প্রথম চালু হয়েছিল ২০০১ সালে। এরপর সময়ের সঙ্গে পা মিলিয়ে উইনডোজ ২০১২-তে শেষ অপারেটিং সিস্টেম উইনডোজ ৮ চালু হয়। তবে রিজার্ভ ব্যাঙ্কের নোটিস অনুযায়ী, আপনার বাড়ির কম্পিউটারকেও আপডেট করে নিন, যদিও এক্সপির সরল- সহজ ব্যবহারে কিছুদিন হাত অভ্যস্থ থাকবে।
First Published: Monday, March 24, 2014, 13:44