বিদেশের মাটিতে পূর্নাঙ্গ সিরিজ জয়ের স্বপ্ন ভিভিএস লক্ষ্মণের

বিদেশের মাটিতে পূর্নাঙ্গ সিরিজ জয়ের স্বপ্ন ভিভিএস লক্ষ্মণের

বিদেশের মাটিতে পূর্নাঙ্গ সিরিজ জয়ের স্বপ্ন ভিভিএস লক্ষ্মণেরইডেন ম্যাচের নায়ক ভিভিএস লক্ষ্মণের স্বপ্ন বিদেশের মাটিতে পূর্নাঙ্গ সিরিজ জয়। সামনেই অস্ট্রেলিয়া সিরিজ। আর অস্ট্রেলিয়া মানেই ক্রিকেটবিশ্ব জানে বাইশ গজে লক্ষ্মণের প্রিয় খাদ্যের নাম অসিরাই। যতবার অস্ট্রেলিয়া সামনে পড়েছে হায়দরাবাদি লক্ষ্মণের শক্তিশেলে ঘায়েল হয়েছে বারবার। আর চূড়ান্ত খারাপ ফর্মে থাকা অস্ট্রেলিয়া দলের কাছে লক্ষ্মণের এই স্বপ্নের কথা দুঃস্বপ্নের মত,তা আর বলার দরকার হয়না। ধোনিরা কি পূরণ করতে পারবেন লক্ষ্মণের স্বপ্ন? তা বোঝা যাবে ডিসেম্বরের শেষ থেকেই।

First Published: Sunday, November 20, 2011, 18:48


comments powered by Disqus