কালীপুজোর আগে আসবে না শীত

কালীপুজোর আগে আসবে না শীত

কালীপুজোর আগে আসবে না শীতরাজ্যে এখনই আসছে না শীত। আজ এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের সহকারী আবহাওয়াবিদ অশোক কুমার হাজরা। তিনি বলেন, রাজ্য থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেওয়ার পরই দেখা মিলবে শীতের। তবে সেটা কালীপুজোর আগে নয় বলে মনে করেন আশোকবাবু। সেক্ষেত্রে নভেম্বরের মাঝামাঝি সময় থেকে কলকাতায় মিলতে পারে শীতের আমেজ।

First Published: Sunday, October 16, 2011, 19:10


comments powered by Disqus