শীতের প্রত্যাবর্তন

শীতের প্রত্যাবর্তন

Tag:  winter cold kolkata
শীতের প্রত্যাবর্তন ফিরে এল শীত। কিছুদিন ঘুমিয়ে থেকে মঙ্গলবার থেকে ফের জেগে উঠেছে শীত। আজ সকাল থেকে শহর জুড়ে শীতের পরশ। কুয়াশার জেরে গত সপ্তাহেই চড়চড় করে বেড়েছিল তাপমাত্রা । তবে গতকাল থেকে ফের নিম্নমুখী পারদ। মঙ্গলবার মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ দিনভর আকাশ পরিষ্কার থাকবে।

হঠাত্ই বাঁধহীন ভাবে বইছে উত্তুরে হাওয়া। পরিষ্কার আকাশ, কুয়াশা কেটে গিয়ে ঝলমলে রোদে আবার পিকনিকের মুডে কলকাতাবাসী। সপ্তাহের মাঝে হলেও ভিড় বাড়ছে চিড়িয়াখানা, ভিক্টোরিয়ায়। মরসুমের শেষে শীতকে জড়িয়ে ধরতে উত্সুক শহরবাসী।

First Published: Tuesday, January 28, 2014, 10:25


comments powered by Disqus