উত্তরবঙ্গকে কাঁপিয়ে শহরে শীত শনিবার

উত্তরবঙ্গকে কাঁপিয়ে শহরে শীত শনিবার

উত্তরবঙ্গকে কাঁপিয়ে শহরে শীত শনিবার উত্তরবঙ্গে শীতের সূচক হাজির। নামতে শুরু করেছে রাতের তাপমাত্রা। শনিবার থেকে দক্ষিণবঙ্গেও মিলবে শীতের আমেজ। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণাবর্ত সরে গিয়ে আগামিকাল থেকে আকাশ পরিষ্কার হবে। দেখা দেবে রোদ্দুর। এরফলে নেমে যাবে  রাত ও সকালের তাপমাত্রা। আগামী ৪৮ ঘন্টায় কলকাতার তাপমাত্রা কুড়ি থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।  

First Published: Thursday, November 8, 2012, 23:18


comments powered by Disqus