Last Updated: December 18, 2013 11:25

ভারী তুষারপাতের জেরে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব উপকূল। সবচেয়ে খারাপ অবস্থা রাস্তার। লাগাতার তুষারপাতে একদিনেই প্রায় ৬ ইঞ্চি বরফ জমে গিয়েছে। ব্যাহত হচ্ছে উড়ান পরিষেবাও।
মহাভারতের গল্পে কর্ণের রথের চাকা মাটিতে বসে গিয়েছিল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব উপকূল এলাকায় পরিস্থিতি এখন তার চেয়েও খারাপ।
আস্ত এক একটা গাড়ি ফেঁসে গিয়েছে বরফের স্তূপে। বরফের চক্রব্যূহ থেকে গাড়ি বের করে আনতে গিয়ে হিমসিম খাচ্ছেন চালকরা।
বরাবরের মসৃণ পথটাই ছিল এদের কাছে চেনা। কিন্তু তুষারপাত যে রাস্তার এই হাল করে ছাড়বে তা দুঃস্বপ্নেও ভাবেননি এঁরা। বিপদ এড়াতে খুব আস্তে গাড়ি চালানোর পরামর্শ দিচ্ছেন চালকরা।
একদিনেই প্রায় ৬ ইঞ্চি বরফের স্তর জমে গিয়েছে। সড়ক পরিষেবা স্বাভাবিক করতে জোর কদমে চলছে কাজ।
তুষারপাতে যেসব এলাকা বরফে ঢেকে গিয়েছে তার মধ্যে ম্যাসাচুসেটস এবং কানেক্টিকাটের মতো শহরও রয়েছে। সড়ক পরিষেবার পাশাপাশি তুষারঝড়ে ব্যাহত উড়ান পরিষেবাও। শিকাগো,ওয়াশিংটন, নিউ ইয়র্ক সিটি, নিউ জার্সিতে বহু বিমান বাতিল করা হয়েছে। চলতি সপ্তাহের প্রথম কয়েকটাদিন আবহাওয়া এমনটাই থাকবে বলে জানানো হয়েছে।
First Published: Wednesday, December 18, 2013, 11:25