Last Updated: September 12, 2012 09:35

ডাইনি অপবাদ দিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হল এক বৃদ্ধা আর তাঁর মেয়েকে। আতঙ্কে গত ছ-দিন ধরে ঘরছাড়া ওরা দুজন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানা এলাকার চকখেতাপ গ্রামে। বালুরঘাট থানায় অভিযোগ জানিয়েছেন বৃদ্ধা আর তাঁর মেয়ে। তাঁদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন জেলা পুলিস সুপার।
মাসখানেক আগে বয়সজনিত কারণে মৃত্যু হয়েছে নবীন সোরেন নামে এক বৃদ্ধের। তারপরই এই বৃদ্ধা আর তাঁর মেয়েকে ডাইনি অপবাদ দিতে শুরু করেন কয়েকজন প্রতিবেশী। গত সপ্তাহে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। গত শুক্রবার রাতে হঠাতই কয়েকজন দুষ্কৃতী চড়াও হয় এই বৃদ্ধার বাড়িতে। দেওয়া হয় প্রাণনাশের হুমকি। কোনওরকমে পালিয়ে প্রাণ বাঁচিয়েছেন চুনি হাঁসদা আর ওর মেয়ে।
রাতে বাড়িতে থাকতে পারেন না ওরা। দিনের বেলাও তাড়া করে আতঙ্ক। কারণ, ঘটনার পর গ্রামে পুলিস আসলেও যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের একজনও ধরা পড়েনি। সমস্যা মেটাতে গ্রামে বসেছিল সালিশি সভা। কিন্তু, সেখানেও আসেনি অভিযুক্তেরা। এই অবস্থায় রীতিমতো আতঙ্কে রয়েছেন টুনি হাঁসদা আর ওর মেয়ে। যদিও, ওদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছেন জেলা পুলিস সুপার।
First Published: Wednesday, September 12, 2012, 09:35