সাক্ষীদের ভয় দেখানোর অভিযোগ উঠল সংগ্রামপুর বিষমদ কাণ্ডে

সাক্ষীদের ভয় দেখানোর অভিযোগ উঠল সংগ্রামপুর বিষমদ কাণ্ডে

সাক্ষীদের ভয় দেখানোর অভিযোগ উঠল সংগ্রামপুর বিষমদ কাণ্ডেসংগ্রামপুর বিষমদ কাণ্ডে মূল অভিযুক্ত খোঁড়া বাদশাকে আড়াল করতে, সাক্ষীদের ভয় দেখানো হচ্ছে। এই মর্মে ইতিমধ্যেই মগরাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করেছেন নাসিম লস্কর ও রিজাবুল ইসলাম নামে ২ সাক্ষী।  

গত ১৪ ডিসেম্বর সংগ্রামপুরে বিষমদ কাণ্ডে মৃত্যু হয়েছিল ১৭৩ জনের। তদন্তে নেমে পুলিস জানতে পারে, মগরাহাটের সর্বানন্দপুরের বাসিন্দা নূর ইসলাম ফকির ওরফে খোঁড়া বাদশাই চোলাইমদ চক্রের মূল পান্ডা।

১৬ জানুয়ারি এক আইনজীবীকে সঙ্গে নিয়ে ডায়মন্ড হারবার আদালতে আত্মসমর্পন করে খোঁড়া বাদশা। আত্মসমর্পণের আগে পর্যন্ত খোঁড়া বাদশা বিভিন্ন জেলায় গা ঢাকা দিয়ে বেড়াচ্ছিল বলে পুলিস জানতে পারে। অভিযোগ উঠেছিল, রাজনৈতিক ছত্রছায়াতেই খোঁড়া বাদশা পুলিসের নাগাল এ়ড়িয়ে যাচ্ছে। প্রশ্ন উঠেছিল, খোঁড়া বাদশাকে আ়ড়াল করার চেষ্টার অভিযোগ ঘিরেও। এবারে সাক্ষীদের ভয় দেখানোর অভিযোগ সেই প্রশ্নই আরও একবার তুলে দিল।



 






First Published: Friday, February 10, 2012, 09:00


comments powered by Disqus