ঝাড়গ্রামে পুলিসি তল্লাশিতে গ্রেফতার ২, উদ্ধার আগ্নেয়াস্ত্র

ঝাড়গ্রামে পুলিসি তল্লাশিতে গ্রেফতার ২, উদ্ধার আগ্নেয়াস্ত্র

ঝাড়গ্রামে পুলিসি তল্লাশিতে গ্রেফতার ২, উদ্ধার আগ্নেয়াস্ত্রঝাড়গ্রামের গোবিন্দপুরে অভিযান চালিয়ে দুই মাওবাদী এবং পুলিসি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটির এক নেতাকে গ্রেফতার করল পুলিস। সিআইএফ এবং পশ্চিম মেদিনীপুর জেলা পুলিস যৌথভাবে ওই অভিযান চালায়। গোবিন্দপুর ব্রিজের কাছ থেকে সোমবার বিকেল পাঁচটা নাগাদ তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে অজিত মুর্মু ওরফে সুজয় মাওবাদীদের এরিয়া কমান্ডার। তার বাড়ি বৃন্দাবনপুরে। সুরাই হাঁসদা ওরফে কালী মাওবাদী নেতা জয়ন্তর স্কোয়াডের সদস্য। সে কলাবনির বাসিন্দা। ধৃত পরাণ বাস্কে পুলিসি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটির বড় নেতা। একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করেছে পুলিস।

First Published: Monday, April 2, 2012, 21:11


comments powered by Disqus