Last Updated: April 29, 2012 17:37

প্রায় দুবছর আগে নিঁখোজ হওয়া দুই ব্যক্তির কঙ্কাল উদ্ধার হল জঙ্গলমহলে। রবিবার ঝাড়গ্রামের বাঁধগড়ার ডুমুরিয়া থেকে ওই কঙ্কাল দুটি উদ্ধার করে পুলিস। ওই দেহাবশেষ তরুণ সিং, হরিপদ দলুইয়ের বলে সনাক্ত করেছেন তাঁদের স্ত্রীরা। গোয়ালতোড়ের ওই দুই বাসিন্দা ২০১০ সালের সেপ্টেম্বরে ডুমুরিয়ায় আত্মীয় বাড়িতে গিয়েছিলেন। সেই সময় সিপিআইএম কর্মী ভেবে মাওবাদীরা তাদের তুলে নিয়ে যায় বলে জানিয়েছেন গ্রামবাসীরা।
শনিবার সন্ধেয় গ্রামের একটি জায়গায় খোঁড়াখুড়ি করতে গিয়ে দুর্গন্ধ পান বাসিন্দারা। এরপরই পুলিসে খবর দেওয়া হয়। খবর পৌঁছয় তরুণ সিং, হরিপদ দলুইয়ের পরিবারের কাছেও। আগে থেকে নিঁখোজ ডায়েরি করা না-থাকায় শনিবারই তা করা হয়। রবিবার দেহ উদ্ধারের পর তাবিজ এবং পোষাক দেখে তা সনাক্ত করা হয়।
First Published: Sunday, April 29, 2012, 17:37