Last Updated: March 24, 2014 22:56

এক মহিলার নৃশংস হত্যায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের ফরাক্কায়। বাগডহরা গ্রামে আজ ওই মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। শিশুকন্যাকে অচৈতন্য করে তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। সোমবার সকাল এগারোটায় নিজের বাড়িতেই মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করেন প্রতিবেশিরা।
মহিলার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। বাড়িতে দেড়বছরের শিশুসন্তান ও নিজের মায়ের সঙ্গে থাকতেন ওই মহিলা। রবিবার পাশের গ্রামে নিজের বাড়িতে গিয়েছিলেন তাঁর মা। সেই অনুপস্থিতিরই সুযোগ নেয় দুষ্কৃতীরা। শিশুসন্তানকে অচৈতন্য করে মহিলার ওপর চলে পৈশাচিক অত্যাচার। শিশুটিকে বেনিগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে ফরাক্কা থানার পুলিস।
First Published: Monday, March 24, 2014, 22:56