পূর্ব মেদিনীপুরে চলন্ত গাড়িতে মহিলা খুন, woman murder in kolaghat

পূর্ব মেদিনীপুরে চলন্ত গাড়িতে মহিলা খুন

পূর্ব মেদিনীপুরে চলন্ত গাড়িতে মহিলা খুনচলন্ত গাড়িতে এক মহিলার গায়ে অ্যাসিড ঢেলে, শ্বাসরোধ করে খুন করল দুই দুষ্কৃতী। কোলাঘাট থেকে কিছুটা দুরে, ছ`নম্বর জাতীয় সড়কে এই ঘটনাটি ঘটে। দুই দুষ্কৃতীই পলাতক। 
গতকাল সন্ধ্যায় দীঘা যাওয়ার জন্য ভাঙড় থেকে একটি গাড়ি ভাড়া করেছিলেন ওই মহিলা। কিছুদুর গিয়ে ঘটকপুকুর থেকে গাড়িতে ওঠে আরও দু`জন। রাতে কোলাঘাটের একটি ধাবায় সকলে খাওয়াদাওয়া করেন। গাড়ি কোলাঘাট ছাড়ার পরই চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে, মহিলাকে হত্যা করে দুই আরোহী। এরপর দুই খুনির নির্দেশমতো চালক দীঘা না গিয়ে ঘুরপথে নন্দকুমার হয়ে ফের কোলাঘাটে ফেরার পথে, একটি ড্রেনে ধাক্কা মারেন। তখনই পুলিসকে ছুটে আসতে দেখে দুই দুষ্কৃতী পালিয়ে যায়। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। মহিলার নাম মধুমিতা মণ্ডল। কি কারণে এই খুন, তা খতিয়ে দেখছে পুলিস।

First Published: Friday, November 11, 2011, 09:29


comments powered by Disqus