Last Updated: December 24, 2012 12:05

দিল্লিতে গণধর্ষণের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। কিন্তু এর মাঝেই ঘটে যাচ্ছে একেরপর এক পৈশাচিক ধর্ষণের ঘটনা। আজ এই রাজ্যেরই বারুইপুরে উঠল এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের অভিযোগ। ঘটনাস্থল দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুপুর।
আজ ভোরে ফুলতলায় দমকল মোড়ের কাছে রক্তাক্ত অবস্থায় এক মহিলাকে পড়ে থাকতে
দেখেন প্রাতঃভ্রমণকারীরা। তাঁরাই ওই মানসিক ভারসাম্যহীন মহিলাকে উদ্ধার করেন। তাঁদের দাবি, তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে ওই মহিলা তাঁদের কাছে অভিযোগ জানিয়েছেন। এরপর মহিলাকে হাসপাতালে পাঠানোর পাশাপাশি, থানায় খবর পাঠানো হয়।
First Published: Monday, December 24, 2012, 12:05