Last Updated: November 4, 2012 11:48

বাড়ির সামনে ইলেকট্রিক পোল বসানোর প্রতিবাদ করায় এক গৃহবধূকে বেধড়ক মারধরের ঘটনা ঘটল কালনার বড়মিত্র পাড়ায়।
অভিযোগ, শনিবার তাপস হাজরার বাড়ি সংলগ্ন জমিতে জোর করে ইলেকট্রিকের পোল বসায় স্থানীয় তৃণমূল এবং কংগ্রেস সমর্থকরা। কিন্তু পোল বসানোর সময় বাধা দেন তাপসবাবুর স্ত্রী পূর্ণিমা হাজরা। বাধা দেওয়ায় পূর্ণিমা দেবীকে লক্ষ্য করে অশ্লীল ভাষায় মন্তব্য করা হয়। পূর্ণিমা দেবীকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ।
মারধরে বাধা দিতে গিয়ে আক্রান্ত হন তাপস হাজরা এবং তাঁর দুই সন্তান। আহত অবস্থায় প্রথমে তাঁদের নিয়ে যাওয়া হয় কালনা মহকুমা হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিত্সার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। তবে তৃণমূল এবং কংগ্রেসের তরফে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে।
First Published: Sunday, November 4, 2012, 11:48