মালিকের হাতে নিগৃহীত মহিলা!

মালিকের হাতে নিগৃহীত মহিলা!

মালিকের হাতে নিগৃহীত মহিলা! ফের প্রশ্নের মুখে রাতের কলকাতায় মহিলাদের নিরাপত্তা। এবার কলকাতার এক পানশালার গায়িকাকে যৌন নিগ্রহ করার অভিযোগ উঠল মালিকের বিরুদ্ধে।

অভিযোগ, কিছুদিন আগেই ওই গায়িকাকে কুপ্রস্তাব দেন পানশালার মালিক। সেই প্রস্তাব ফিরিয়ে দিলে তাঁর সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেন মালিক। ক্রমেই তা বাড়তে থাকে। শুক্রবার পানশালার মালিক ওই গায়িকার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এরপরই মানিকতলা থানায় অভিযোগ জানান গায়িকা।

First Published: Sunday, December 16, 2012, 11:51


comments powered by Disqus