তাপস পালের কুরুচিকর মন্তব্য, রাজ্য মহিলা কমিশন কথা বলছে শাসকের ভাষায়, স্তম্ভিত শহর

তাপস পালের কুরুচিকর মন্তব্য, রাজ্য মহিলা কমিশন কথা বলছে শাসকের ভাষায়, স্তম্ভিত শহর

তাপস পালের কুরুচিকর মন্তব্য, রাজ্য মহিলা কমিশন কথা বলছে শাসকের ভাষায়, স্তম্ভিত শহরতাপস পালের কুরুচিকর মন্তব্য সম্পর্কে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের প্রতিক্রিয়া নিয়ে তীব্র সমালোচনা রাজ্যের সব মহলে। সুনন্দা মুখার্জির এই মন্তব্যে বিস্মিত সাধারণ মহিলারা। কমিশন শাসকের ভাষায় কথা বলায় বিস্মিত কমিশনের প্রাক্তন প্রধানরাও। এমনকি প্রশ্ন উঠছে কমিশনের যৌক্তিকতা নিয়েও।তাপস পালের কুরুচিকর মন্তব্যের পর সমালোচনার ঝড় উঠেছে গোটা দেশজুড়ে। প্রতিবাদে সরব হয়েছেন মহিলা সংগঠনগুলি। ব্যতিক্রম রাজ্য মহিলা কমিশন। এব্যাপারে কমিশন প্রধানের বক্তব্য রীতিমতো চমকে দেওয়ার মতো।

সুনন্দা মুখার্জির এই বক্তব্যে রীতিমতো বিস্মিত ও হতবাক মহিলারাই।

কমিশনের প্রাক্তন প্রধানরাও সুনন্দা মুখার্জির বক্তব্যে রীতিমতো স্তম্ভিত একইসঙ্গে কমিশন এই ব্যাপারে তার দায়িত্ব পালনেও ব্যার্থ হয়েছে বলে মনে করছেন তাঁরা।

মহিলাদের অধিকার রক্ষার দায়িত্ব ছেড়ে কমিশন যেভাবে শাসকের ভাষায় কথা বলছে তাতে আখেরে কমিশন থাকার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

First Published: Friday, July 4, 2014, 19:08


comments powered by Disqus