অটোয় মহিলাকে কটূক্তি, আটক ২

অটোয় মহিলাকে কটূক্তি, আটক ২

অটোয় মহিলাকে কটূক্তি, আটক ২অটোয় মহিলাকে কটূক্তি করার অভিযোগে আটক করা হল দুই যুবককে। জানা গেছে, ওই দু`জনই  তারাতলা মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। রবিবার রাতে পর্ণশ্রীতে বাড়ি যাওয়ার জন্য স্বামীর সঙ্গে অটোয় উঠেছিলেন এক মহিলা। বেহালা থানার সামনে থেকে অটোয় ওঠেন তাঁরা। ওই অটোরই যাত্রী আরও দুই যুবক মহিলাকে উদ্দেশ্য করে কটূক্তি করছিল বলে অভিযোগ।

মহিলার স্বামী প্রতিবাদ করলেও কোনও লাভ হয়নি। অভিযোগ, তারপরও কটূক্তি চলতে থাকে। বাধ্য হয়ে অটো থামিয়ে ওই মহিলা চিত্‍কার শুরু করলে জড়ো হয়ে যান স্থানীয় বাসিন্দারা। দুই যুবককে ধরে তাঁরাই তুলে দেন পর্ণশ্রী থানার হাতে। তাঁদের মধ্যে গুরপ্রীত সিং পঞ্জাবের বাসিন্দা এবং আরেক অভিযুক্ত প্রদীপ যাদব বিশাখাপত্তনমের বাসিন্দা বলে জানা গেছে।    

First Published: Monday, April 8, 2013, 10:44


comments powered by Disqus