বারাসতে শ্লীলতাহানি, এবার অটোতে

বারাসতে শ্লীলতাহানি, এবার অটোতে

বারাসতে শ্লীলতাহানি, এবার অটোতেফের শ্লীলতাহানির ঘটনা  আতঙ্কের  বারাসতে। শ্লীলতাহানি করে এক মহিলাকে অটো থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল দুষ্কৃতীরা। থানায় অভিযোগ দায়ের হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিস। একজনকে আটক করা হলেও ঘটনায় তিনি জড়িত নন বলে জানান অভিযোগকারী মহিলা। পরে ওই ব্যক্তিকে ছেড়ে দেয় পুলিস।   

বুধবার সকাল থেকেই থমথমে বারাসতের হেলা বটতলা। অটোস্ট্যান্ডে ইতস্তত যাত্রীদের ভিড়। মহিলা যাত্রীদের চোখে-মুখে  নিরাপত্তাহীনতা আর আতঙ্কর ছাপ। মঙ্গলবার সন্ধ্যায় অটোর মধ্যেই এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, মহিলাকে অটো থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়।
 
ঘটনার পর থেকেই পলাতক দুই দুষ্কৃতী। খোঁজ নেই অটোচালকেরও। মঙ্গলবারই বারাসত থানায় অভিযোগ দায়ের করেছেন মহিলা। এক ব্যক্তিকে আটকও করে পুলিস। কিন্তু ঘটনায় ওই ব্যক্তি  জড়িত নন বলে জানান অভিযোগকারী মহিলা। পরে সেই ব্যক্তিকে ছেড়ে দেয় পুলিস।
 
বাসিন্দাদের অভিযোগ, বারাসতে একের পর এক ঘটনা ঘটলেও নিষ্ক্রিয় পুলিস। এর জেরে চূড়ান্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা।





First Published: Wednesday, February 13, 2013, 20:36


comments powered by Disqus