Last Updated: May 4, 2013 21:45

গত দু`বছরের মতই এবারও ইউপিএসসি পরীক্ষার শীর্ষে এক মহিলা। গতকাল ২০১২-এর সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারে সবাইকে টপকে এক নম্বর স্থান দখল করে নিয়েছেন কেরালার হারিথা ভি কুমার। পেশায় ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার এই নিয়ে চতুর্থ বার বসেছিলেন সিভিল সার্ভিস পরীক্ষায়। শুধু সাধারণ নয় তপশিলি জাতি-উপজাতিদের মধ্যেও তিনি প্রথম হয়েছেন। এই নিয়ে পরপর তিন বছর সিভিল সার্ভিস পরীক্ষায় শীর্ষস্থান মেয়েদের দখলে থাকল।
এবারের ইউপিএসসিতে দ্বিতীয় স্থানটিও কেরালার দখলে। পেশায় ডাক্তার ভি শ্রীরাম দ্বিতীয়বারের চেষ্টাতেই দেশের সর্বাধিক সম্মানজনক পরীক্ষায় দ্বিতীয় হলেন।
প্রকাশিত তালিকা অনুযায়ী এবারের সিভিল সার্ভিস পরীক্ষায় মোট সফল পরীক্ষার্থীর সংখ্যা ৯৯৮। তার মধ্যে ৭৫৩ জন পুরুষ ও ২৪৫ জন মহিলা।
First Published: Saturday, May 4, 2013, 21:46