মহিলা সরকারি কর্মীদের ২ বছর মাতৃত্বকালীন ছুটি

মহিলা সরকারি কর্মীদের ২ বছর মাতৃত্বকালীন ছুটি

মহিলা সরকারি কর্মীদের ২ বছর মাতৃত্বকালীন ছুটিমহিলা সরকারি কর্মীদের ২ বছরের মাতৃত্বকালীন ছুটি দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত ঘোষনা করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই সিদ্ধান্তে সমস্যা হতে পারে মহিলাকর্মী নির্ভর প্রতিষ্ঠানগুলিতেই।

সরকারি কর্মক্ষেত্রে অন্তঃসত্বা মহিলাদের বেতনসহ তিন মাস ছুটি দেওয়া হত তা বহাল থাকব, সঙ্গে ২ বছরের মাতৃকালীন ছুটিও ঘোষনা করা হল। বেথুন স্কুলের শিক্ষিকারা প্রাথমিকভাবে রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন। কিন্তু, একসঙ্গে ৩ থেকে ৪ জন শিক্ষিকা মাতৃকালীন ছুটি নিলে কী পরিস্থিতির সৃষ্টি হবে, সেকথা ভেবেও শিউড়রে উঠছেন তাঁরা। তাঁদের দাবি এই ছুটি কীভাবে নেওয়া যাবে, তারও স্পষ্ট দিকনির্দেশ করে দিক রাজ্য সরকার।






First Published: Friday, January 20, 2012, 14:58


comments powered by Disqus