Last Updated: March 7, 2012 17:46

বকেয়া বেতন ও ভাতার দাবিতে ফের ধর্মঘটের হুমকি দিলেন এয়ার ইন্ডিয়া-র পাইলটরা। বুধবার এয়ার ইন্ডিয়া-র পাইলটদের একাংশ জানিয়েছেন, ১ এপ্রিলের মধ্যে বকেয়া বেতন-সহ যাবতীয় পাওনা না মেটালে, তাঁরা ফের কাজ বন্ধ করে দেবে।
এদিন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী অজিত সিং, শ্রমমন্ত্রী মল্লিকার্জুণ খার্গে, ডিজিসিএ-সহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে এয়ার ইন্ডিয়া-র বিমানচালকদের সংগঠন `দ্য ইন্ডিয়ান পাইলটস গিল্ড` (আইপিজি)। চিঠিতে জানানো হয়েছে, পাইলটদের একটি বড় অংশের অভিযোগ, বেতন না পাওয়ায় তাঁরা ব্যাপক অর্থনৈতিক চাপে রয়েছেন। মানসিক অবসাদে ভুগছেন। এর কুপ্রভাব পড়তে পারে বিমান চালানোর সময়। তাই ১ এপ্রিলের মধ্যে কর্তৃপক্ষ তাঁদের বকেয়া বেতন ও ভাতা না মেটালে, ২ এপ্রিল থেকে বিমান চালানো তাঁদের পক্ষে সম্ভব নয়।
এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, গত বছরের ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পাননি সংস্থার পাইলটরা। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতেই বকেয়া বেতন ও অন্যান্য ভাতার দাবিতে ২ দিনের ধর্মঘটের ডাক দিয়েছিলেন বিমানচালকরা। মার্চের মধ্যে বকেয়া পাওনা মিটিয়ে দেওয়া হবে বলে আশ্বাস পেয়ে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছিলেন তাঁরা। তবে বিমানচালকদের ফের ধর্মঘটের হুমকির ব্যাপারে মুখ খোলেনি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
First Published: Wednesday, March 7, 2012, 17:46