খনির গর্ভ থেকে আর ফেরা হল না

খনির গর্ভ থেকে আর ফেরা হল না

খনির গর্ভ থেকে আর ফেরা হল না  খনিগর্ভে শ্রমিকের মৃত্যুর জেরে উত্তাল হয় বর্ধমানের অণ্ডালের সেন্ট্রাল কাজোরা এলাকা। শুক্রবার দুর্ঘটনাটি ঘটলেও, এখনও উদ্ধার করা সম্ভব হয়নি মৃত শ্রমিকের দেহ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল দুপুরে খনির মধ্যে কর্তব্যরত অবস্থায় মেশিনে চাপা পড়ে মৃত্যু হয় এক শ্রমিকের। এরপরেই ব্যাপক উত্তেজনা ছড়ায় খনি চত্বরে। ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃত  সুদয় বাউরির পরিবারের সদস্যরা। বিক্ষোভে সামিল হন শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরাও। এরপর খনি কর্তৃপক্ষের সঙ্গে রাতভর দফায় দফায় আলোচনা হলেও মেলেনি কোনও রফাসূত্র। পরিবারের বাধায় খনিগর্ভ থেকে এখনও উদ্ধার করা যায়নি মৃত শ্রমিকের দেহটি।

First Published: Saturday, November 3, 2012, 10:09


comments powered by Disqus