Working on a deadline for poll tickets for the first time: Rahul Gandhi

খুব শীঘ্রই প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করবে কংগ্রেস: রাহুল

 খুব শীঘ্রই প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করবে কংগ্রেস: রাহুল খুব শীঘ্রই প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করবে কংগ্রেস। প্রার্থী চূড়ান্ত প্রক্রিয়া চলছে বলে ইঙ্গিত দিয়েছেন কংগ্রেস সহ সভাপতি। রাহুল এদিন সাংবাদিকদের বলেন, "আমরা টিকিট দেওয়ার জন্য নতুন পন্থা আনার চেষ্টা করছি।" লোকসভা নির্বাচনের প্রার্থী নির্বাচনের জন্য নতুন পরিকাঠাম গঠনের কথাও ভাবছে কংগ্রেস।

প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাসভবনে জরুরি বৈঠক করে কংগ্রেস কোর গ্রুপ। বৈঠকে ছিলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। প্রকাশ্যে কিছু বলা না হলেও, এই বৈঠককে এআইসিসি সাধারণ সম্মেলনের ড্রেস রিহার্সাল হিসেবেই দেখছে রাজনৈতিক মহলের একাংশ।

১৭ জানুয়ারি এআইসিসি সাধারণ সম্মেলনে রাহুল গান্ধীর দায়িত্ব আরও বাড়ানো হতে পারে। লোকসভা নির্বাচনের প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া এমাসের শেষ থেকেই শুরু করে দিতে চাইছেন রাহুল গান্ধী। সেই লক্ষ্যে বৃহস্পতিবারই স্ক্রিনিং কমিটি তৈরিতে অনুমোদন দিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।



First Published: Friday, January 10, 2014, 19:06


comments powered by Disqus