Last Updated: December 1, 2011 09:38

এইডসের মতো মারণরোগের প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করতে সপ্তাহব্যাপী বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার এই উপলক্ষে রাজধানী ঢাকায় বাংলাদেশ লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত এক মিছিলে শতাধিক মানুষ পা মেলান। রিপোর্ট বলছে, দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে বেশি এইডস আক্রান্তদের বাস। নতুন করে আক্রান্ত হওয়ার ঘটনা কমলেও, এখনও প্রতিবছর সেদেশের প্রায় চল্লিশ হাজার শিশু এই মারণরোগে আক্রান্ত হয়। বেশিরভাগ ক্ষেত্রে মায়েদের থেকেই শিশুদের দেহে রোগ সংক্রামিত হয়। এই বিষয়টি চিন্তা বাড়িয়েছে অস্ট্রেলীয় প্রশাসনেরও। দু হাজার পনেরো সালের মধ্যে তাঁরা এই সংক্রমণের মাত্রা তিন লক্ষ নব্বই হাজার থেকে কমিয়ে শূন্যে নিয়ে আসতে চান বলে জানিয়েছেন সেদেশের গর্ভনর জেনারেল। ঊনিশশো অষ্টআশি সাল থেকে বিশ্বজুড়ে এইডস দিবস পালিত হচ্ছে।
First Published: Thursday, December 1, 2011, 23:58