১৮ ক্যারেটো বিশ্বকাপ ট্রফির, অনুষ্ঠানে এসে সচিন-সৌরভরা আবেগপ্রবন

১৮ ক্যারেটের সোনার বিশ্বকাপ ট্রফি এল কলকাতায়, অনুষ্ঠানে এসে সচিন-সৌরভরা আবেগপ্রবন

১৮ ক্যারেটের সোনার বিশ্বকাপ ট্রফি এল কলকাতায়,  অনুষ্ঠানে এসে সচিন-সৌরভরা আবেগপ্রবনফুটবল বিশ্বকাপের ট্রফি শহরে এল অথচ ট্রফি উন্মোচনের অনুষ্ঠানের একেবারে সামনের সারিতে থাকলেন না দেশের কোনও ফুটবলার। বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে ২০১৪ বিশ্বকাপ ট্রফি উন্মোচিত হল। অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ ১৯৭০ বিশ্বকাপর জয়ী ব্রাজিল দলের অধিনায়ক আলবার্তো টোরেস। ফিফার অনুরোধে বিশ্বকাপ ট্রফির সফরসঙ্গী এবার পেলের অধিনায়ক টোরেস। সোমবার আলিপুর পুলিস বডি গার্ড লাইনে সর্বসাধারণের জন্য প্রদর্শনের জন্য ফুটবল বিশ্বকাপ ট্রফিটা রাখা থাকবে।

বিশ্বকাপের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকলেন সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি। উপস্থিত ছিলেন কলকাতার মেয়র শোভন চ্যাটার্জি, ক্রীড়ামন্ত্রী মদন মিত্র।

ট্রফি ঘিরে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা। অনুষ্ঠানে এসে বেশ নস্টালজিক শোনাল সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলিকে।

১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি এই ট্রফি।

২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল আয়োজনকে সামনে রেখে পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছে বিশ্বকাপ ট্রফি। এর অংশ হিসেবে আজ সকালে বিশেষ বিমানে কলকাতায় আনা হয়েছে এ ট্রফি।

আগামী বছর ব্রাজিলে ১২ জুন থেকে ১৩ জুলাই হবে বিশ্বকাপ। ৩২ টি দেশকে খেলতে দেখা যাবে এই ট্রফি জয়ের জন্য। ১৮ ক্যারেটের সোনার বিশ্বকাপ ট্রফি এল কলকাতায়,  অনুষ্ঠানে এসে সচিন-সৌরভরা আবেগপ্রবন
ট্রফি হাতে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক টোরেস

First Published: Sunday, December 22, 2013, 18:52


comments powered by Disqus